সাখাওয়াত (পেকুয়া)
অবশেষে পেকুয়া প্রাথমিক শিক্ষা অফিসের চাকরিচ্যুত পিয়ন মনির পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় পেকুয়া থানার এ এস আই জয়নাল আবেদিন পেকুয়া বাজার থেকে মনিরকে আটক করে।
তবে মনিরের বাড়ীর আলমিরা থেকে বিপুল পরিমান প্রাথমিক শিক্ষা সনদ উদ্ধারের অভিযোগে তাকে আটক করা হয়নি।
দীর্ঘ দিন মনির একটি সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক ছিল। পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায় , মনিরের মা লায়লা বেগম (৬৫) বাদী হয়ে তাকে মারধর করার অভিযোগ এনে বিজ্ঞ চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনির সহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । আদালত অভিযোগটি আমলে নিয়ে তাদের স্বশরীরে হাজির হতে সমন দেন। আদালতের নির্দেশ অমান্য করায় মনির উদ্দিন ,জয়নাল আবেদীন, রবি উদ্দিন প্রকাশ মিয়ার বিরুদ্ধে প্রেফতারী পরোয়ানা জারি করে আদালত । মনির গ্রেফতার হলেও অপর ২আসামী জয়নাল আবেদীন, রবি উদ্দিন প্রকাশ মিয়া এখনো পলাতক রয়েছে।
উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী উত্তর পাড়া গ্রাম থেকে পেকুয়া প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী মঈন উদ্দিনের বাড়ির একটি আলমিরা থেকে বিপুল পরিমাণ সরকারী কাগজপত্র উদ্ধার করা হয়।
বিষয়ট জানা জানি হলে সংবাদকর্মীরা ফোনে কক্সবাজার জেলা শিক্ষা অফিসারকে অবহিত করেন। জেলা শিক্ষা অফিসারের নির্দেশে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালামত উল্লাহ খাঁন দ্রুত তার পক্ষে পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হানিফ চৌধুরী ও সরকারী স্কুলের শিক্ষক মো: শাহাব উদ্দিনকে মনিরের বাড়ীতে পাঠান।
পেকুয়া উপজেলা শিক্ষা অফিসারের প্রেরিত প্রতিনিধি দলের প্রধান মাষ্টার হানিফ চৌধুরী স্থাণীয় এলাকাবাসী ও সংবাদকর্মীদের উপস্থিতিতে মনিরের কক্ষের আলমিরা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রায় ২২৩ কপি ব্লাঙ্ক সনদপত্র ও প্রাথমিক শিক্ষা অফিসের কিছু গুরুতবপূর্ণ কাগজপত্র উদ্ধার করেন।
এ ঘটনায় ওই কর্মচারীকে চাকরিচ্যুত করে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন।
Leave a Reply