হাবিবুর রহমান মুন্না :
বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তির জয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার ওআগামীকাল শনিবার বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) দুই দিনব্যাপী বিওয়াইসিএফ এক্স ক্যাডেট ক্যাম্প ২০২২ গোমতী নদীর পাড়ে শেখ কামাল ক্রীড়া পল্লীতে প্রথম দিনের অনুষ্ঠান শুক্রবার (১১মার্চ)শুরু হয়েছে।
শুক্রবার ক্যাম্প উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মােঃ তাজুল ইসলাম এমপি। জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীতের মাধ্যমে তিনি উদ্ধোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারুক আহমেদ ( পিপি এম বার),কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান এডমিরাল অবঃ প্রাপ্ত মোঃ আবু তাহের,সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন এবং বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ মুজিবুল হক প্রমূখ।
২ দিন ব্যাপী অনুষ্ঠানে বিএনসিসির সেনা,নৌ ও বিমান বাহিনীর এবং ফায়ার ডিফেন্স সার্ভিস কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে ৪শত অধিক বিওয়াসিএফের এ ক্যাম্পে অংশগ্রহণ করছেন। ফায়ার ফাইটিং এবং ফায়ার সেইফটি ড্রিল,নারী সদস্যদের “সেল্ফ ডিফেন্ড” কর্মশালা, খেলাধুলা (ক্রিকেট ফুটবল/ ভলিবল/ ব্যাডমিন্টন) আঞ্চলিক কার্যক্রম প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন বিওয়াইসিএফ সদস্যগন এবং ব্লাড ডােনেশন ক্যাম্পিং।
প্রধান আতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেন,ইয়ুথ ক্যাডেট ফেরামের সদস্যরাই একদিন ভাল মানুষ হয়ে দেশের জন্য কাজ করবে। ক্যাডেটের প্রত্যেকটি সদস্য নিজ নিজ জায়গা থেকে ভাল থাকতে হবে নিজে ভাল মানুষ হতে হবে। সবাইকে নিয়ে ভাল থাকাটাই সত্যিকারের ভাল থাকা । সবাই নিজ নিজ জায়গা থেকে সুন্দর হলে দেশ সুন্দর হয়ে যাবে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আপনারা জানেন কোভিড-১৯ এর জন্য বিশ্বের অনেক কল কারখানা বন্ধ ছিল এবং জাহাজ আসতে পারেনি । বিশ্বে জালানী তেলের দাম আত্যাধিক পরিমানে বেড়ে যাওয়া কাঁচা মাল আমদানীতে অনেক খরচ পড়ছে। কিছুদিন আগে জ্বালানী সচিব আমাকে বললো স্যার আপনি জ্বালানী ও বিদ্যুৎ স্টাডি কমিটির চেয়ারম্যান থাকার সময় আমরা এলপিজি বা এলএনজি ১৬ ডলার দিয়ে কিনেছি আর এখন ৪০ ডলার দিয়ে কিনতে হচ্ছে। আমরা চীন থেকে একটি জাহাজে করে মাল আনতে ২ হাজার ডলার খরচ হতো এখন তা ২২ হাজার ডলারে থেকেছে। বহু দেশে খনি থেকে কয়লা উৎপাদিত করা যায়নি যার জন্য বিদ্যুৎ বন্ধ ছিল। আবার দেখা গেছে ঠিক মত জ্বালানি তেল উৎপাদিত না হওয়ার কারণে দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে। শুধু যে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বেড়ছে তা নয় বিশ্বের অনেক দেশে বেড়েছে। ভারতসহ ইউরোপের অনেক দেশে বিশেষ করে ইংল্যান্ডে টাকা দিয়েও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাওয়া যায় না। এর জেড় ধরে বাংলাদেশেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। সে দিক থেকে বাংলাদেশ এখনও অনেক ভাল পজিশনে আছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে তাই দ্রব্যমূল্যের দাম বেড়েছে। সব দেশেই এখন দ্রব্যমূল্যের দাম চড়া বাংলাদেশ ও এর থেকে বিচ্ছিন্ন নয়।
মনিরুল হক সাক্কু বলেন, এ এলাকাটা সিটি কর্পোরেশনের একেবারে শেষ প্রান্তে তারপরও আমরা গোমতীর বাধের উপর সুন্দর পাকা রাস্তা করে দিয়েছি। কিন্তু এখান দিয়ে ভাড়ী বড় বড় ট্রাক রাস্তার সক্ষমতার বেশি লোড নিয়ে চলার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি মাননীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি মহোদয়ের কাছে ও জেলা প্রশাসনের কাছে তা বন্ধের অনুরোধ করছি।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন,এখানে এসে আমার ধারনা পাল্টে গেছে। আমি মনে করেছিলাম সব ক্যাডেট কলেজের বয়স্ক লোকজন থাকবে এসে দেখি সবাই ইউং।
পুলিশ সুপার ফারুক আহমেদ ১ মিনিটের বক্তব্যে বলেন আজ শুক্রবার তাই বেশি সময় নিব না চেষ্টা করব ২ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার। তিনি এখানের পরিবেশ অত্যন্ত ভাল লাগছে। আজকে ইয়ুথ ক্যাডেটদের এ অনুষ্ঠান অয়োজন অত্যন্ত ভাল লাগছে। ২ মিনিট সময় নিয়ে তিনি ১ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন।
শনিবার, প্রশিক্ষঃ নেতৃত্বের গুনাবলী অর্জন ও সমাজিক কার্যক্রমে এর প্রয়ােগ, ফায়ার ফাইটিং এবং ফায়ার সেইফটি ঢিল দ্বিতীয় ধাপের প্রশিক্ষন দুর্যোগ মােকাবেলায় বিওয়াইসিএফ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা।
দ্বিতীয় দিন শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাকবেন বীর মুক্তিযােদ্ধা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। স্থানীয় সামাজিক সংগঠনগুলাের সাথে প্রধান অতিথির মত বিনিময় ও সম্মাননা স্মারক প্রদান,স্বেচ্ছাসেবক পদক, শ্রেষ্ঠ সংগঠক, বিশেষ অবদান বিওয়াইসিএফ সম্মাননা পদক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডােনেশন ক্যাম্পিং।
উল্লেখ্য, দেশের ৪২ টি জেলা থেকে চার শো জন ক্যাডেট দুই দিনব্যাপী এই ক্যাম্পে অংশ নিচ্ছেন।
Leave a Reply