গতকাল ১৪/০৩/২২ইং অনুমান দুপুর -২.০০ ঘটিকার সময় আমিনপুর থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত আহাম্মদপুর হতে ভুরকুলিয়া গামী আইরাপথ নামক রাস্তার ব্রীজের অনুমান ১৫০ গজ দক্ষিণে পাকা রাস্তার উপর হতে টি এম এস এস এনজিওর ফিল্ড সুপারভাইজার মেঃ করিমের(৩৮) নিকট হতে আনুমানিক কিস্তির ৯০,৭৫৫ টাকা ছিনতাই হয়।ছিনতাইয়ের কিছু সময় পরেই টি এম এস এস এনজিওর ম্যানেজার মোঃ জুলফিকার হায়দর (৪৫) এনজিও পিতা মোঃ সাখাওয়াত উদ্দিন সাং জাতহলিদা থানা- গাবতলি জেলা বগুড়া আমিনপুর থানায় এসে অভিযোগ করে।অভিযোগ পাওয়ার সাথে সাথে আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলীর নির্দেশে এস আই ব্রজেশ্বর বর্মন ঐ এলাকায় অভিযান চালিয়ে কয়েক ঘন্টার মধ্যেই একজনকে গ্রেফতার করে।পরে গ্রেফতারকৃত আসামি মোঃ বাসারুলের দেয় তথ্য অনুযায়ী ৯০,৭৫৫ টাকা উদ্ধার করে। ছিনতাইকৃত আসামিরা হলেন ১। মোঃ বাসারুল কাজী(৩২) পিতা ওহাব কাজী, সাং ভুরকুলিয়া, ২। মোঃ রাসেল(২৩) পিতা মোঃ আকু মন্ডল ৩। সিহাব (২১) পিতা- আবু বক্কর উভয় সাং- ভাটিকয়া জোতপড়া, সর্বথানা- আমিনপুর,জেলা- পাবনা।এসময় তারা সুপার ভাইজারের পথ রোধ করে মারপিট করে তাহার নিকটে থাকা বর্ণিত ৯০,৭৫৫টাকা ও একটি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। উক্ত ঘটনার বিষয়ে আমিনপুর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা নং- ১০, তারিখ- ১৫/০৩/২২ ধারা- ৪/৫ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০০৯ রুজু করা হয়েছে। এজাহার নামীয় আসামি মোঃ বাসারুল কাজী(৩২) কে গ্রেফতার করা হয়েছে। এজাহার নামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের তৎপরতা অব্যাহত আছে।
Leave a Reply