জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি ও পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের আয়োজনে কুমিল্লা ও আশেপাশের জেলার ৭১ শিল্পীর ২০০ শিল্পকর্ম নিয়ে ‘‘২য় কুমিল্লা চারুকলা প্রদর্শনী’’ আগামী ১৮-২৫ মার্চ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ বিকেল ৪টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এবং ২৫ মার্চ বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। প্রদর্শনীর পাশাপাশি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কর্মশালা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিদিন বর্ণাঢ্য আয়োজন থাকবে। প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সহ সকল আয়োজনে উপস্থিত থাকার অনুরোধ করেছেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ও পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী চন্দন দেবরায়।
Leave a Reply