কুমিল্লায় আজ শুক্রবার (১৮ মার্চ) থেকে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ২য় চারুকলা প্রদর্শনী ২০২২। বিকাল ৪টায় কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে জেলা শিল্পকলা একাডেমি ও পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের আয়োজনে এই চারুকলা প্রদর্শনী হচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
সভাপতিত্ব করেন পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী চন্দন দেবরায়।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সহ-সভাপতি শিল্পী নাজমা আক্তার, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।
এসময় বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা এড. গোলাম ফারুক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল আনোয়ার, কুমিল্লা চারুকলা একাডেমির শিক্ষক মোহাম্মদ শাহরিয়ার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
৬৩ জন শিল্পীর প্রায় ২০০টি শিল্পকর্ম নিয়ে প্রতিযোগিতামূলক এ প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।
Leave a Reply