ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের ঘণেশ্যামপুর ময়মনসিং পাড়া এলাকার কুলিক নদী দেখতে গিয়ে নদীতে ডুবে মারা গেছে সহদোর দুই বোন। বৃস্পতিবার রানীশংকৈলের ঘণেশ্যামপুর ময়মনসিংপাড়া গ্রামে ঘাটে এ ঘটনা। নিহতরা হলেন সুচনা আক্তার(১২) ও সানজিদা আক্তার(৬)। তাদের বাবার নাম শাহজাহান আলী। তিনি ঢাকায় পরিবার নিয়ে থাকেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার (১৭মার্চ) দুপুর ০১.০০টার সময় বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায় দুই বোন সহ আরো তিন জন। এতে ছোট বোন সানজিদা নদীর গভীরে চলে গেলে তাকে বাঁচাতে ছুটে যান বড় বোন সুচনা। এতে ঘটনাস্থলেই জল ডুবি হয়ে প্রাণ হারান দুই বোন। রাণীশংকৈল থানা ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দুই বোন নদীতে গোসল করতে গিয়ে জল ডুবি হয়ে মারা যান। তাদের বাবা মা ঢাকায় থাকে।তারা ঢাকা থেকে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply