দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজা, ২৪০ পিচ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন ও মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
মামলা সুত্রে জানা যায়, শুক্তবার (১৮ মার্চ) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই হরিদাস বর্মন, এএসআই সুলতান বাদশা নয়ন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান চালান। এসময় বিরামপুর পৌর শহরের হোসেনপুর মহল্লাস্থ ঘাটপাড় ব্রীজের পূর্বপাশে পাকা রাস্তার উপর থেকে ১টি ডায়াং-৮০ মোটর সাইকেলে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা, ২৪০ পিচ ভারতীয় নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পোল ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী হাফিজুর (৪১), রুবেল হোসেন (২৫) কে হাতে-নাথে গ্রেপ্তার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আলম (৩৫) নামে একজন কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বিরামপুর উপজেলার ৫নং বিনাইন ইউনিয়নের চাপড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে হাফিজুর (৪১) ও একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক)/৮(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নং-১৩।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের শনিবার (১৯ মার্চ) সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামী আলমকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply