ফরিদপুরে অভিযানের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৫ আসামিকে গ্রেফতার
- প্রকাশের সময়
বুধবার, ২৩ মার্চ, ২০২২
-
১০৭
বার দেখা হয়েছে
তানভীর তুহিন :
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরতলীর বিভিন্ন স্থান হতে নারী ও শিশু নির্যাতন এবং চুরির মামলায় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ৫ ফেরারি আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি সুব্রত গোলদারের নেতৃত্বে অন্যান্য সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাসুদ ফকির, ইয়াসিন আলী, রাব্বি ঢালী, সেলিম ঢালী এবং মোসা ফকির এরা সবাই সদরপুর উপজেলার নারকেল বাড়িয়া ইউনিয়নের কাচিকাটা চুংগার কান্দি গ্রামের অধিবাসি।
এব্যাপারে অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, “দেশের আইন ব্যবস্থাকে সমুন্নত রাখার লক্ষ্যে দেশের সকল ওয়ারেন্টভূক্ত ফেরারি আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করাই হচ্ছে পুলিশের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। আর এরই ধারাবাহিকতায় পুলিশের সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়েই সাজাপ্রাপ্ত সকল আসামিদের গ্রেফতার করে আইনের হাতে তুলে দেওয়া হলে দেশের অপরাধ প্রবনতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে তিনি মন্তব্য করেন।
শেয়ার করুন
Leave a Reply