টঙ্গীবাড়িতে ভিজিএফ’র চাল বিতরণ
- প্রকাশের সময়
সোমবার, ২৮ মার্চ, ২০২২
-
৪৭
বার দেখা হয়েছে
টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা তানজিন অন্তরা।
সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার ১১০টি পরিবারের মাঝে প্রত্যেককে ভিজিএফ-এর ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বালিগাঁও ইউপি চেয়ারম্যান হাজী দুলাল হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল, বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, ইউপি সচিব সাইফুল ইসলাম, মো. রতন হোসেন, ইউপি সদস্য সালাউদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেয়ার করুন
Leave a Reply