টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাজারের ৩২টি দোকানঘর সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস’র ২টি ইউনিট ও মুন্সিগঞ্জ সদরের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে বাজারের একটি দোকানে আগুন দেখতে পান পরে তা মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে পুড়ে যায় বাজারের ৩২ টি দোকান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
বালিগাঁও বাজারের ওয়ালটন গ্রুপ এর ডিস্ট্রিবিউটর জান্নাত ইলেকট্রনিক্স এর মালিক মো. জুয়েল বেপারী(৪০) জানান, আমি প্রতিদিনের ন্যায় আমার শো- রুম বন্ধ করে বাড়ীতে যাই, রাত ১১ টার দিকে আমি ফোন পেয়ে বালিগাঁও বাজারে এসে দেখি স্থানীয়রা আমার গোডাউনে থাকা ১৮ টি ফ্রিজের মধ্যে ৯টা বের করে নিরাপদ স্থানে রেখেছেন, কিন্তু বাকি নয়টা পুরে ছাই হয়ে গেছে।
বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা জানান- বাজারের পিঁয়াজপট্টির একটি দোকানে আগুন দেখতে পায় বাজারে থাকা লোকজন। মুর্হূতে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী
দোকানগুলোতে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস’র ৪টি ইউনিট ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে।
টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফ উদ্দিন কবির বলেন- রাত ১১টা ১৫ মিনিটে আমাদের কাছে অগ্নিকান্ডের বিষয়ে ফোন আসে। আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁচ্ছে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগীতায় দেড় ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বলেন, খবত পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে সাথে সাথে ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠিয়েছি। আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছি। জেলা প্রশাসক মহদয়ও সার্কিক খোঁজখবর রাখছেন।
তাদেরকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়াও তিনি ব্যবসা পরিচালনার বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা তুলে ধরেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জগলুল হালদার ভুতু জানান- ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করা হবে।
Leave a Reply