সদরপুরের প্রত্যাশা নারী উন্নয়ন সমিতির সভাপতি সাহিদা কামালের ঘরে চুরি
- প্রকাশের সময়
সোমবার, ২৮ মার্চ, ২০২২
-
৫২
বার দেখা হয়েছে
তানভীর তুহিন :
বুধবার রাতে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ৯ রশি নিবাসী প্রত্যাশা নারী উন্নয়ন সমিতির সভাপতি সাহিদা কামালের ঘরে অজ্ঞাতনামা কয়েকজন প্রবেশ করে প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টায় সময় হাফিজা ও রুনা আক্তার উক্ত বাড়িতে গেলে চুরির বিষয়টি প্রথমে তাদের নজরে আসে। তাৎক্ষণিক সাহিদা কামালকে ঘটনাটি অবগত করলে ১৭ মার্চ স্ব-শরীরে এসে তিনি সদরপুর থানায় সন্দেহজনক ভাবে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানাযায় সাহিদা কামাল ব্যবসার উদ্দেশ্যে ২ লক্ষ্যাধিক টাকার কাপড় কিনে ঘরে রেখেছিলেন, সেই কাপড় গুলো সহ ঘরের অনেক কিছু চুরি হয়েছে।
চুরির বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, অভিযোগটি আমলে নিয়ে সঠিত তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার করুন
Leave a Reply