কুমিল্লায় ব্যতিক্রম ভাবে জন্মদিন পালন করে প্রশংসিত হয়েছেন নারী উদ্যোক্তা মেহেবুবা মাকসুদ স্মৃতি, কুমিল্লা পৌর পার্কে শুটার দাদুকে দিয়ে কেক কেটে সেই কেক খাওয়ানো হয় অন্য সকল হকার ও পথ শিশুদের তার হাতে বানানো কেকটি ছিলো যেমন সুন্দর তার স্বাদও ছিলো লোভনীয়। ২৮ মার্চ সন্ধ্যায় কুমিল্লা নগর উদ্যানে স্বনামধন্য সুনেহেরাস ক্রিয়েশন এর স্বত্যাধিকারি মেহেবুবা মাকসুদ স্মৃতি এই ব্যাতিক্রম ধর্মী আয়োজনটি করেন। পার্কে বেলুন বন্দুক নিয়ে মানুষকে বিনোদন দেন মুক্তিযুদ্ধা আলী আশ্রাফ যাকে সকলে শুটার দাদু নামেই চিনে। আলী আশ্রাফ তার জীবনে কখনো কেক কেটে জন্মদিন পালন করতে পারেন নি। স্মৃতির এই শ্রদ্ধা নিবেদন দেখে চোখে পানি চলে আশে আলী আশ্রাফের। তখন তিনি স্মৃতির সফলতা কামনা করে বলেন, কখনো কেক কেটে জন্মদিন পালন করা হয়নি। আপা অনেক দূর যাবে। কেক খেয়েও কেকের প্রশংসা করেন তিনি। বলেন, দোকানের কেক এত মজা হয় না, অনেকদিন পর এত সুস্বাদু কেক খেলাম। এদিকে পার্কে ঘুরতে আসা সাধারণ মানুষও এই উদ্যোগের প্রশংসা করেন। সফল এই নারী উদ্যোক্তা জানায়, প্রতিবার জন্মদিনেই এরকম আয়োজন করতে চেষ্টা করি। প্রচারণার জন্য নয়। জন্মদিন উপলক্ষে কয়েক জন মানুষের মুখে হাসি ফুটাতে চাই। এবছর ও নিরবেই জন্মদিন পালন করতে চেয়েছিলাম কিন্তু ছোট ভাই ছবি তুলে সোস্যাল মিডিয়াতে দিলে অনেকেই ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে।
Leave a Reply