কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ এর অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার সকালে প্রোগ্রামিং ও রোবটিক্স ক্লাবের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় “প্রোগ্রামিং ও রোবটিক্স”বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সৃজনশীল জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার,উপজেলা আইসিটি অফিসার সালমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম,হরিশ্চর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়ছ কাঞ্চন, সহকারী প্রধান শিক্ষক লোকমান হোসেন, জহিরুল ইসলাম, তপন কুমার আচায্য প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা রোবটের ইতিহাস, বাংলাদেশে রোবটের অগ্রগতি এবং বর্তমান ডিজিটাল যুগে রোবটের ভূমিকা, ভবিষ্যৎ পৃথিবীতে রোবট ও প্রোগ্রামিং এর ভুমিকা কি হবে সে বিষয়ে আলোচনা করেন। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পৃথিবীর জন্যে যোগ্য মানুষ গড়ে তোলার লক্ষ্যে রোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
এসময় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন,উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আধুনিক তথ্যপ্রযুক্তি ও রোবটিক্স শিক্ষার বিকল্প নাই। লাইব্রেরি,ল্যাব ও কম্পিউটার ল্যাব এর উপর গুরুত্বারোপ করেন।তিনি আরো বলেন “বই পড়লে আলোকিত হই- না পড়লে অন্ধকারে রই”এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহবান জানান। তিনি শিক্ষার্থীদের সাথে মিশে তাদের এবিষয়ে উৎসাহিত করেন।
Leave a Reply