টঙ্গীবাড়িতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন
- প্রকাশের সময়
বুধবার, ৬ এপ্রিল, ২০২২
-
৪৫
বার দেখা হয়েছে
টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ৪৬জন রোগীকে বিনামূল্যে চোঁখের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মারিয়ালয় সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সার্বিক ব্যবস্থাপনায় তার নিজ বাড়িতে এ সেবা প্রদান করা হয়।
জানাযায়, প্রতি ইংরেজি মাসের প্রথম বুধবার এই সেবাদান কার্যক্রম পরিচালিত হয়। রোগীদের বিনামূল্যে চেকআপ ও চোঁখের ছানি অপারেশন করা হয়। এবং সল্পমূল্যে (১৫০০ টাকায়) চশমা ও লেন্স সরবরাহ করা হয়। এই চক্ষু শিবিরের রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করেন ডা. প্রশান্ত চক্রবর্তী।
এখানে চিকিৎসা নিতে আসা খোকন মন্ডল বলেন, আমরা গরিব মানুষ টাকার জন্য হাসপাতালে গিয়া চিকিৎসা করাইতে পারিনা। এখানে আমরা মাসে একবার টাকা ছাড়া চিকিৎসা করাইতে পারি। যাদের চোঁখে ছানি পড়ছে তাগরে টাকা ছাড়া অপারেশন করায়া দেয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ বলেন, বিগত ৯বছর যাবত এই সেবাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতি ইংরেজি মাসের প্রথম বুধবার এই কার্যক্রম পরিচালিত হয়। টঙ্গীবাড়ী ছাড়াও মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে দরিদ্র মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। এখানে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে যেসব রোগীর অপারেশন প্রয়োজন হয় তাঁদেরকে ‘গ্রীন আই হসপিটাল নারায়ণগঞ্জ’ নিয়ে ছানি অপারেশন করা হয়। ডা. প্রশান্ত চক্রবর্তী বিনামূল্যে এই অপারেশন গুলো করে থাকেন। তিনি আরো বলেন আমাদের এই সামান্য প্রচেষ্টায় যখন একজন অন্ধ মানুষ আবার পৃথিবীর আলো দেখতে পায় তখনই আমরা সার্থকতা খুঁজে পাই। যতদিন বেঁচে থাকি ততদিন যেনো মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি।
শেয়ার করুন
Leave a Reply