তুমি চলিয়া গিয়াছো ধীরে
ঐ নীল গগনতলে,
এদিক ওদিক খুঁজিয়া বেড়াই
তব আঁচলে মুখ লুকাইব বলে।
এথা যাই,সেথা যাই
তোমায় খুঁজিয়া নাহি পাই,
বকুল তলায় দাঁড়াইয়া পড়ি;
বিষণ্ণ চেতনায়।
লুকোচুরি খেলছো তুমি
কহিলাম জোর কন্ঠে,
তবু তুমি দাঁড়াইয়া পরিলে না
আমার সম্মুখিনে।
রাত্রিকালে আকাশপানে যখন
বিলাপ সাধন করি,
লোকে বলে বৃথা চেষ্টা তব;
তোমার মা আসিবেনা আর ফিরি।
Leave a Reply