কুমিল্লায় র্যাবের সাথে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের এক সদস্য; গুলিবিদ্ধ হয়েছে তিন মাদক ব্যবসায়ী। এছাড়াও আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা র্যাব ১১, সিপিসি ২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত কর্মকর্তার নাম রুবেল হোসাইন। তিনি র্যাব-১১ কুমিল্লা কার্যালয়ে কর্পোরাল হিসেবে কর্মরত আছেন। তাৎক্ষণিকভাবে আহত মাদক ব্যবসায়ীদের নাম-পরিচয় জানা যায়নি।
রাতে র্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আমাদের অভিযানে হঠাৎই মাদক ব্যবসায়ীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ আনা হয়েছে।
Leave a Reply