জামালপুরের সদর উপজেলায় অভাবের তাড়নায় স্ত্রী, সন্তান রেখে স্বামীর আত্মহত্যা। পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন ও অনুদান প্রদান
স্ত্রী ও ছয় সন্তান নিয়ে জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে রামনগর এলাকায় অভাবের সংসার আর দৈন্যতার কাছে পরাজিত হয়ে আলী আকবর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তারপর তার স্ত্রী ও ছয় সন্তান অসহায় হয়ে পড়েন।
জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ সংবাদ শুনে সাথে সাথে ছুটে যান তাদের কাছে। মৃত আলী আকবরের স্ত্রীকে ৫০,০০০ (পঞ্চাশ) হাজার টাকা অনুদান প্রদান করেন, এবং বলেন এই টাকা যেন সাংসারিক কাজে ব্যয় করে। বাকি টাকা দিয়ে যেন গবাদি পশু বা সেলাই মেশিন কিনে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন।
এসময় ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক ও উন্নয়ন কর্মী জাহাঙ্গীর সেলিম এবং এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় সমাজের বিত্তবানদের উক্ত পরিবার কে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
Leave a Reply