গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মারামারি, পুলিশ সদস্যের বাবার মৃত্যু
- প্রকাশের সময়
রবিবার, ১০ এপ্রিল, ২০২২
-
৩৭
বার দেখা হয়েছে
টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত মহিউদ্দিন বেপারী (৫০) মৃত্যুবরন করেছেন। রোববার (১০ এপ্রিল) ভোর ৬টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মহিউদ্দিন বেপারী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের মৃত পন্ডিত আলি বেপারীর ছেলে। তার ছেলে মাহাবুব পুলিশ কনস্টেবলের পদে চাকরি করেন।
মহিউদ্দিন বেপারীর ছেলে মামুন ব্যাপারী আজকের পত্রিকাকে বলেন, আমার বাবা সকালে মারা গেছেন। তার লাশ এখনো রাজারবাগ পুলিশ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের শেষে লাশ আমাদের বুঝিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, বাবাকে মারধরের রাতেই মা মনোয়ারা বেগম বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সিদ্ধেশ্বরী কোল্ড স্টোরের সামনে গাড়ি পার্কিং নিয়ে একই উপজেলার রাউৎভোগ গ্রামের ইকবাল শেখের ছেলে ট্রলিচালক শাহিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন মহিউদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মহিউদ্দিনকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার আরও অবনতি হলে মুন্সিগঞ্জ থেকে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী আজকের পত্রিকাকে বলেন, ঢাকায় লাশের ময়নাতদন্ত চলছে, ময়নাতদন্তের শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার করুন
Leave a Reply