টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার বালিগাঁও আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর আয়োজনে ইসলামি ব্যাংকিং একটি কল্যাণমুখী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল, বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির অভি, বালিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি সৈয়দ আলমগীর হোসেন, বাসুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেসারউদ্দিন, আল-আরাফাহ ইসলামি ব্যাংক বালিগাঁও শাখার ম্যানেজার শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান খাঁন, ডা. সিরাজুল ইসলাম বাচ্চু, ডা. ডালিম সরকার প্রমুখ।
অনেকে ব্যাংক বলতে সুদ মনে করেন কিন্তু আল-আরাফাহ ইসলামী ব্যাংক একটি ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত প্রতিষ্ঠান। এই ব্যাংক হালাল-হারাম বিবেচনা করে পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, বালিগাঁও বাজারকে এগিয়ে নিয়ে যেতে সবসময় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পাশে থাকবে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক শুধু মুনাফার জন্যই কাজ করেনা, তারা অসহায় মানুষের দুঃখ মোচনে কাজ করেন।
Leave a Reply