জামালপুরে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি বকুলতলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা প্রশাসক মুশেদা জামান, জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র ও জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সহ সরকারি-বেসরকারি, প্রিন্ট মিডিয়া-ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply