বাংলা নববর্ষকে ১৪৩৯ কে স্বাগত জানিয়ে ব্রাহ্মণপাড়ায় মঙ্গল শোভাযাত্রা
- প্রকাশের সময়
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
-
৪০
বার দেখা হয়েছে
মোঃ সোহেল ইসলাম :
বাংলা নববর্ষ ১৪২৯ কে স্বাগত জানিয়ে বাঙালি নতুন বছরকে বরণ করে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নির্ধারিত এতিমখানায় শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাছান, মৎস্য কর্মকর্তা জয় বণিক, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, তথ্যআপা কর্মকর্তা মুনীরা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। নববর্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় করা হয়।
শেয়ার করুন
Leave a Reply