চোখ থাকতেও দেখিনা মোরা
কানে তুলি না কোনো কথা,
লোকলজ্জার ভয়ে কেউ
চেয়ে দেখি না কারো ব্যাথা।
চারিদিকে কতো প্রতিনিয়ত
ঘটছে নানা ঘটনা।
সেগুলো নিয়ে করি ঠিকই
আজব সমালোচনা।
সেদিন যখন ছোট্ট শিশুটি
কাঁদছিলো রাস্তার ধারে।
ফেলে এসেছি তাকে সেখানেই
ব্যস্ততার ভান ধরে।
অথচ সেদিনের সেই শিশুটি
পড়েছিলো অনাদরে,
আমি সেদিন সাহায্য করিনি তাকে
একটুকু কষ্ট করে।
অসহায় যখন হাত পেতেছিলো
একটু সাহায্যের আশায়,
আমি তখনই বলে দিয়েছি
“মাফ করো আমায়”।
অথচ সেদিন পকেটে আমার
পুরো মাসের বেতন,
রেখে দিয়েছি খেলনা কিনবে
আমার মানিক-রতন।
Leave a Reply