ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে নারীসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে পৌর এলাকার নতুন কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গুরুতর আহত ব্যাক্তিদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যাক্তিরা হলেন শহরের নতুন কলাবাগান এলাকার বাসিন্দা সিকান্দার বিশ্বাসের ছেলে মো. খোকন বিশ্বাস (৪৫), তাঁর স্ত্রী তাসলিমা বেগম (৩০), ছেলে মো. রায়হান বিশ্বাস (১০), খোকনের ছোট ভাই রিপন বিশ্বাস (৩৫) ও বোন শিরিন বেগম (২৫)।
আহত মো. খোকন বিশ্বাস জানান, বাসার সামনের একটি দেয়ালে পানি দেওয়ার সময় প্রতিপক্ষ মো. সাইফুলের গায়ে পানির ছিটা লাগে। এতে তিনি উত্তেজিত হয়ে তাঁর পরিবারের ওপর অতর্কিত হামলা চালান। রেশমা, শামীম, নুর জামাল, সাইফুল, এলিনসহ কয়েকজন দা দিয়ে তাঁর ছোট ভাই রিপনের মাথায় আঘাত করেন। চিকিৎসকেরা রিপনের মাথায় ২২টি সেলাই দিয়েছেন। ভাইকে বাঁচাতে গেলে তাঁরা তাঁদের ওপরও হামলা করেন। বর্তমানে ছোট ভাই রিপন ও স্ত্রী তাসলিমা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি আরও বলেন,এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইফুল (৩৫) বলেন,আমরা তাঁদের ওপর আগে হামলা করিনি। তাঁরাই আমাদের ওপর আগে হামলা করেছেন। হামলায় তাঁদের পক্ষেরও অনেকে আহত হয়েছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply