ফরিদগঞ্জ বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে দেশের মানুষের মাঝে ব্যাপক হাহাকার চলছে
- প্রকাশের সময়
রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
-
৩৯
বার দেখা হয়েছে
মোঃ এনামুল হক (খোকন) :
মাহে রমজান মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্রতম মাস। অথচ এই মাসেই নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে দেশের মানুষের মধ্যে ব্যাপক হাহাকার চলছে। অথচ সরকারের এই নিয়ে মাথাব্যাথা নেই।তারা নিজেদের আখের গোচাতে ব্যস্ত। বাংলাদেশের মানুষের মনে করছে এ সরকার জোর করে রয়েছে। রমজানের সময়েও নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশ পর্যায়ক্রমে দেউলিয়ার পথে হাঁটছে। আগামী দিনে এ সরকার ক্ষমতায় থাকলে দেশ দেউলিয়া হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। প্রতিটি ঘরেই দুবেলা দুমুঠো ভাত খেতে কষ্ট হচ্ছে মানুষের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ মানুষের পাশে রয়েছে।
গত শনিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুন রশিদ।
রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখিল গ্রামের লায়ন হারুনের বাড়ীর সামনে মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন। উপজেলা বিএনপি নেতা ভিপি জাকির হোসেন, শাহ আলম মুকুল, চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি নাছির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাবুল, সহ-সভাপতি বিল্লাল হেসেন, সেলিম রাঢ়ী, যুবদল নেতা পেয়ার আহমেদ, মনির হোসেন, ছাত্রদল নেতা শাওন পাঠান, ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
Leave a Reply