বাংলাদেশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসকের সহযোগিতায় উদ্যোক্তা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদেরকে খাদ্য সহায়তা এবং ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। রবিবার ১৮ এপ্রিল চম্পক নগর সাতড়া (পশ্চিম পাড়া) অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা আয়েশা আক্তারের সভাপতিত্বে খাদ্য সহায়তা এবং ঈদ সামগ্রী প্রদানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাদাত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) কুমিল্লা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসারী নাসরিন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান , উপস্থিত ছিলেন মো. ফরহাদ হোসেন ভূইয়া কুমিল্লা জেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি কুমিল্লা জেলা ব্রিকফিল্টে মালিক সমিতির সাধারণ সম্পাদক, আরও উপস্থিত ছিলেন মো.শাফায়েতুল ইসলাম ভূইয়া (শরিফ) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদিয়া মডেল ডেভেলাপারস,হাজী মো মনজু কুমিল্লা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক, মো. আলমগীর হোসেন, মো. রেজাউল হাসান রাজু,জেমসনি আক্তার ফাল্গুন, রাবেয়া আক্তার, ফাহিমা আক্তার টুসি, দিপা দাস, সহ সংগঠন এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়েশা আক্তারের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে নেত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমাদের দেশের নারীরা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং প্রতিটি ক্ষেত্রে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে সর্বোচ্চ ভুমিকা রাখছেন,গ্রামীণ ভাবে নারীর নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ উদ্যোক্তা ফাউন্ডেশন এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবসময় সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ উদ্যোক্তা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আয়েশা আক্তার বলেন ২০১৮ সাল থেকে আমাদের সংগঠন এর কার্যক্রম শুরু করে সংগঠন এর উপদেষ্টা তাহসিন বাহার সূচনা, আফসারী নাসরিন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, জেলা কমিটির সভাপতি রো. কামরুন্নাহারসহ সকল সদস্যদের সার্বিক সহযোগিতা এবং পরামর্শে শুরু থেকেই সংগঠন হাতেক্ষরি ৫০ জনকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে,আমাদের সংগঠন এর সদস্য সংখ্যা ছিন্নমূল সহ ২৫০ জন এবং আমাদের প্রশিক্ষণ এবং উদ্যোক্তাকে স্বাবলম্বী করে তোলার কার্যক্রম এবং কাজের ধারা অব্যাহত রয়েছে পরপর ২ টি প্রশিক্ষণের মাধ্যমে ৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।উদ্যোক্তা হয়ে দেশ গরবো কর্ম সংস্থা তৈরী করবো ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাজ করে যাচ্ছে।
Leave a Reply