ঝালকাঠির নলছিটি উপজেলার দবদবিয়া গ্রামের মো: ফরিদ মীরের আড়াই বছরের মেয়ে জান্নাতের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে আর্থিক অভাব অনটনে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে জান্নাতের পরিবার।
জানা গেছে, জান্নাতের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু বাসচালক বাবার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করার সক্ষমতা নেই। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে আছে শিশুটির। তাই, জান্নাতের পরিবার সমাজের বিত্তবান, প্রবাসীসহ হৃদয়বান ব্যাক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে শিশুটির বাবা ফরিদ মীর জানান, জান্নাতের বাম পাশের কিডনিটি পুরো নষ্ট হয়ে গেছে, ডান পাশের কিডনি ৪০ শতাংশ নষ্ট হয়ে গেছে। এছাড়াও প্রস্রাবের থলি ইতোমধ্যে ফুলে অনেক বড় হয়ে গেছে। জান্নাতের অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জান্নাতের চিকিৎসা হচ্ছে।
সেখানের চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসার জন্য কমপক্ষে ১০ লাখ টাকার প্রয়োজন। ফরিদ মীর আরো জানান, ঢাকায় বাস চালিয়ে কোনোমতে পরিবার নিয়ে বেঁচে ছিলাম। কিন্তু করোনাকালে পরিবহন বন্ধ থাকায় পরিস্থিত আরো ভয়াবহ হয়ে যায়। এ অবস্থায় জান্নাতের চিকিৎসা করানো আমার কাছে অসম্ভব হয়ে গেছে।
দিন যত বাড়ছে জান্নাতের অবস্থা ততই খারাপ হচ্ছে। তাই বিত্তবান, প্রবাসীসহ সহৃদয়বান ব্যাক্তিদের কাছে আমার আবেদন আমার মেয়েকে বাঁচাতে এগিয়ে আসুন। জান্নাতের বর্তমান ঠিকানা– বেপাড়ী মঞ্জিল, রসুলবাগ গলি, গোলারবাড়ি, উত্তর নন্দিপাড়া, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা-১২১৯।
জান্নাতকে সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ– জান্নাতের বাবা মো: ফরিদ মীর, ফোন : ০১৯৫৯০৮৭৭৫৯ (বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্ট), ০১৮৮৬৪৯৩৩৭৪ (বিকাশ পার্সোনাল)। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টেও তাকে সাহায্য পাঠানো যাবে। অ্যাকাউন্ট নম্বর : ৪০৭২ ১২১ ০০০০ ১২৪৩, মো: ফরিদ মীর, শাহজালাল ইসলামী ব্যাংক, মিরপুর পল্লবী শাখা।
Leave a Reply