বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭:৪০ মিনিটে নগরীর অশ্বীনী কুমার টাউন হল থেকে মশাল মিছিল নিয়ে কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান করে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সরকারি বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহফুজ নুসরাত মোনা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের নাজমুল ইসলামের নেতৃত্বে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ,বরিশাল কলেজ,অমৃতলাল দে মহাবিদ্যালয়ের বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউসনের শিক্ষার্থীরা উক্ত কর্মসূচি তে অংশ গ্রহন করেন।এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ী ও পুলিশ প্রশাসনের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হহয়েছি। শুধু আমরাই নই, ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাশে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী আর অভিভাবকরা থাকবে বলে আমরা প্রত্যাশা করি।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ঘণ্টার পর ঘণ্টা ধরে আক্রমন স্বাধীন দেশে মেনে নেওয়া যায় না। আমরা চাই অনতিবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং ছাত্রদের উপর হামলাকারি এডিসি হারুনকে অনতিবিলম্বে প্রত্যাহার ও বিচারের সম্মুখীন করতে হবে।অন্যথায় বরিশালের মতো দেশের সব শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে।তারা আরও বলেন কুরিয়ারকর্মী নাহিদের মৃত্যুর দায়ভার রাষ্ট্র এবং প্রশাসনকে নিতে হবে ।
সমাবেশে অংশগ্রহনকারি প্রতিষ্ঠানেরর পক্ষ থেকে বক্তব্য দেন- মাহমুদুন নবী,রোকনুজ্জামান, ইমরান,মুরাদ হোসেন,ইমাম,আবু নাইম,মুন্না প্রমুখ।
মশাল মিছিলে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা “ঢাকা কলেজ ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই” “শিক্ষার্থীদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই,” “সাংবাদিকদদের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই” “যেই পুলিশ ছাত্র মারে সেই পুলিশ চাই না” শ্লোগান দেন।
উল্লেখ্য সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
Leave a Reply