কুমিল্লায় ফেরত আসা অভিবাসীদের ঋণ মধ্যস্থতা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পের আয়োজনে “অভিবাসন ঋণ বিষয়ক অভিযোগ নিষ্পত্তির বাধা ও উত্তরণের উপায়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১এপ্রিল) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক মোছাঃ কানিজ তাজিয়া, আইওএম এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার লুৎফুল কবীর, ওয়ারবি সভাপতি সৈয়দ সাইফুল হকসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply