কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে ২০২১- ২০২২ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী এবং মোবাইল ফাইন্যান্স সার্ভিস (বিকাশ) এর প্রতিনিধিদের সমন্বয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুমিল্লা মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী সহ অনান্যরা।
Leave a Reply