তুমি অনুসন্ধেয় বুড়ি না হয়ে
অনির্ণেয় গণিত হলে জমতো বেশ
ভুলভাল কাটাকাটি আর সূত্রের প্রস্থানে
থাকতে মিশে মোর কয়েক রেশ।
সমাধান? তুমি পেলেই বাড়তো ব্যবধান
যোগ বিয়োগে মিলতো সমানে সমান
সরলরেখা গড়িয়ে ভিড়তো নিশ্চায়কের মান
ইনিয়েবিনিয়ে আসতো ফিরে পৌনঃপুনিক প্রয়াণ।
পৌনঃপুনিক থেকেই আবার সেই শুরু
বাস্তবে ফিরতে অনাবৃতে ভীড়বে ভীরু
ভালোবাসার খেয়ালে শূন্যে রাখব তরু
অতঃপর লাপাত্তা ভুল রেখেই পুরু।
অবহেলায় যখন তুমি চাইবে ভেলা
স্থানাঙ্ক থেকে যোগাশ্রয়ীতে মিশাবো হেলা
রেখা,সরলরেখায় একাকার গণিত খেলা
তুমি,তুমি,তুমিতেই আমার আনন্দমেলা।
Leave a Reply