এই সময়ে নিলয় ও হিমি জুটির নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। তাই এবারের ঈদে নিলয়-হিমি জুটিকে ১৬টি ঈদ নাটকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন নিলয় ও হিমি।
ঈদে হিমির সঙ্গে এত নাটকে কাজ করা প্রসঙ্গে নিলয় বলেন, ‘একটা জুটি যখন দর্শক পছন্দ করতে থাকে তখন আমরা সহশিল্পীরাই নিজে থেকে চেষ্টা করি যে, যেহেতু দর্শক পছন্দ করছে সেহেতু আরও ভালো দর্শকের মনের মতো গল্পে কাজ করা যায় কি না। এভাবে করতে করতেই অনেক নাটকে কাজ করা হয়েছে।’
অন্যদিকে হিমি বলেন, ‘বন্ধুর বউ, বিয়ের পরীক্ষা- এ দুটো নাটকে একসঙ্গে কাজ করার পর অনেক বেশি সাড়া পাই এবং আমাদের একসঙ্গে আরও অনেক কাজ করা হয়। দর্শকেরই আগ্রহ দেখেছি যে তারাই মূলত আমাদের একসঙ্গে দেখতে চায়। সে কারণেই আমরাও চেষ্টা করেছি নিজেদের মতো করে সিডিউল মিলিয়ে কাজ করার। আবার এটাও সত্যি আমাদের চাওয়ার উপরই তো আর নির্ভর করে না। প্রযোজক-পরিচালকের আগ্রহ থাকতে হয়, আমাদেরও সিডিউল মিলতে হয়।’
Leave a Reply