কুমিল্লা সদরে বিলের মাঝে হাত মুখ বাঁধা রক্তা’ক্ত এক গৃহবধূর লা’শ উদ্ধার
- প্রকাশের সময়
রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
-
৩৬
বার দেখা হয়েছে
কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়ন এর মস্তফাপুর (কাছার) এলাকায় পাহাড়ের পাদদেশে বিলের মাঝে গৃহবধূ ফারজানা (২৮)র হাত মুখ বাঁধা রক্তাক্ত লাশ পড়ে আছে। সে অটোচালক (মাদকসেবী) কাছার অলিপুর এলাকার ইকবালের স্ত্রী। ৩দিন আগে মাদক নিরাময় কেন্দ্র থেকে এসে গতকাল বিকেলে স্ত্রী কে তার বাবার বাড়ি আলেখারচর থেকে নিজের বাড়িতে নিয়ে আসে। স্বামী ইকবাল সকাল ৯টায় ফরজানার বাড়িতে তার মামি শাশুড়ী কে ফোন করে জানায় ফারজানাকে কে বা কারা হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখেছে। স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক। ঘটনাস্থলে আছে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার ও ক্যান্টনমেন্ট নাজিরা বাজার ফাঁড়ির পুলিশ সদস্যরা।
বিস্তারিত আসছে……
শেয়ার করুন
Leave a Reply