ফরিদগঞ্জ প্রেসক্লাবে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা
- প্রকাশের সময়
রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
-
৩৫
বার দেখা হয়েছে
মোঃ এনামুল হক (খোকন) :
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি-কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। ২৪ এপ্রিল রবিবার দুপুর ১২ ঘটিকার সময় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সাবেক সভাপতি নুরুন্নবী নোমান’র পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি।
এসময় ইউএনও শিউলী হরি’র কর্মদক্ষতার বিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, প্রতিষ্ঠাতা সদস্য আবু হেনা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও শিউলী হরি গত ২ বছর ৫ মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়ে ফরিদগঞ্জে আসেন। তিনি সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরনের মাধ্যমে কাজ করেছেন। বিশেষ করে সংবাদকর্মীদের তিনি রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে সম্মানে বদ্ধভুমি চিহ্নিত করণ সহ সর্বস্তরের মানুষের সমস্যা নিয়ে যে কাজ করে গেছেন, তিনি কর্মের উপর বিশ্বাসী ও দক্ষ একজন সরকারী কর্মকর্তা।
শেয়ার করুন
Leave a Reply