বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৌলতুজ্জামানের সঞ্চালনায় ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
এ সময় অন্যান্যদের মধ্যে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, দপ্তর সম্পাদক সফি-উদ-দৌলা চিশতী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দুলাল মাস্টারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের আলোচনার পূর্বে কোরআন তেলওয়াত করেন সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান নাসির উদ্দিন বাবলু। ইফতার মাহফিলের আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply