কুমিল্লা নগরীতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন কুমিল্লা সিটি করপোরেশন। এ ছাড়া জেলা পুলিশ জোরদার করছে নিরাপত্তা ব্যবস্থা।
কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহে মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ইব্রাহিম।
কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সূত্র জানায় যায়, কেন্দ্রীয় ঈদগাহে জামাতের জন্য নির্ধারিত সময়ের সঙ্গে মিল রেখে পার্শ্ববর্তী এলাকার মসজিদ ও ঈদগাহে সুবিধাজনক অন্য সময়ে ঈদের জামাতের সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে কুমিল্লা জিমনেশিয়ামকে প্রস্তুত রাখার জন্য ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়। ঈদগাহ ময়দান এবং পার্শ্ববর্তী রাস্তাসমূহে জেলা প্রশাসন এবং সিটি করপোরেশনের পক্ষ হতে ঈদগাহ কমিটির ব্যানার ব্যতীত অন্য কোনো সংস্থা বা ব্যক্তি কর্তৃক কোনো ব্যানার স্থাপন না করার নির্দেশনা প্রদান করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব বলেন, ‘জেলায় ১৭টি উপজেলার প্রায় ১৫ হাজার ৩০০ মসজিদ রয়েছে। এর মধ্যে নগরীসহ প্রায় আট শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।’
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম জানান, কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে পুরো ঈদগাহ মাঠ ও আশপাশের সড়কগুলো পরিষ্কার–পরিচ্ছন্ন করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে পুরো এলাকা। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। কেন্দ্রিয় ঈদগাহে প্রধান জামাতের জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কুমিল্লা নগরীর ১৫০টি মসজিদের বেশিরভাগ স্থানে ঈদের জামাত সকাল ৮টায় হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদসমূহে বেশির ভাগ ঈদের নামাজ সকাল ৯টায় হবে। এ ছাড়া কোথায়ও এর আগে এবং এর পরে ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারে।
কুমিল্লায় জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‘ঈদ জামাতকে ঘিরে আমরা কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছি। প্রতিবারের মতো এবারও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থেকে কাজ করবে।
Leave a Reply