কুমিল্লা মহানগরীর ১৬নং ওয়ার্ডের সংরাইশ এলাকায় বর্তমান কাউন্সিলর ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৩ জনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেন ।
আটককৃতরা হলেন ১৬ নং ওয়ার্ডের সংরাইস নব গ্রাম এলাকার সজীব, রাসেল ও সোহাগ।
সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আমির হোসেন অভিযোগ করেন, রাত সাড়ে ৯টায় নবগ্রাম এলাকা থেকে আসার সময় কাউন্সিলর বাবুলের সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা করেন। তাদের মধ্যে পাভেল নামে এক সমর্থকের পিঠে ছুরি মারলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পিঠে অনেকগুলো সেলাই লেগেছে।
অন্যদিকে কাউন্সিলর বাবুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত নভেম্বরে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডের পর আমির হোসেন কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও সিটি নির্বাচনের সময় তিনি এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। বিভিন্ন ভাবে হামলা মামলা করার চেষ্টা চালাচ্ছেন।’
এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply