জামালপুরে পৌরসভার উদ্যোগে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় জামালপুর জিলা স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান।
এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম প্রমুখ।
মেলায় পোশাক, প্রশাধনী, খেলনা, খাবারের স্টল ছাড়াও শিশুদের জন্য নাগরদোলা, ট্রয় ট্রেনসহ বিভিন্ন রাইড এবং প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম রাজন।
Leave a Reply