এসময় ৩টি গোডাউন থেকে মজুদকৃত অবস্থায় ৬০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ তেল মজুদের দায়ে ওই ৩ প্রতিষ্ঠানকে নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত তেল ২দিনের মধ্যে সরকারি নির্ধারিত মুল্যে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
পরে আজ সকাল থেকে সেই তেল সর্বসাধারণের মাঝে সরকার নির্ধারিত ১৫৫ টাকা মূল্যে বিক্রি করে প্রতিষ্ঠানের মালিক পক্ষ।
যে কোনো অনিয়ম দুর্নীতি ঠেকাতে তেল বিক্রয়ের স্থানে উপস্থিতি ছিলেন আমিনপুর থানার একাধিক পুলিশ।
সরকার নির্ধারিত মূল্যে তেল কিনতে পারায় খুশি সাধারণ মানুষ। মাঝে মাঝে এরকম অভিযান পরিচালনা করা হলে কেউ আর মজুদ করে দেশে অস্থিরতা সৃস্টি করতে পারবে না বলে মনে করেন সাধারণ মানুষ।
Leave a Reply