আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর শারীরিক সুস্থতা কামনা করে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে ফরিদপুরের সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিপুলসংখ্যক মুসল্লীদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিক্সন চৌধুরীর শারীরিক অসুস্থতার খবর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ ও দেশের বাইরের হাজার হাজার শুভাকাঙ্ক্ষীরা নিক্সন চৌধুরীর শারীরিক সুস্থতা কামনা করে ফেসবুকে ঝড় তোলেন।
গত মঙ্গলবার (১০ মে) এম পি নিক্সন চৌধুরী তাঁর গুনশানের বাড়ি হতে বনানী যাওয়ার পথে হঠাৎ অসুস্থতা বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর এনজিও গ্রাম করার পর হার্টে একটি ব্লক ধরা পড়লে তাৎক্ষণিক চিকিৎসকদের পরামর্শে হার্টে রিং পরানো হয়।
বর্তমানে এম পি নিক্সন চৌধুরীর শারীরিক পরিস্থিতি অনেকটা উন্নতির পর্যায়ে রয়েছে। আজ শুক্রবার হসপিটাল থেকে তাকে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
Leave a Reply