কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকার বাহারছড়া জাহাজপুরা গর্জন বাগান এলাকা থেকে নুরুন্নাহার (৩৫) নামে এক মহিলার মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(১৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার সময় জাহাজ পুরা গর্জন বাগানে ঐ মহিলার লাশটি পড়ে থাকতে দেখতে পায় তার তার ছোট ভাই সৈয়দ আমিন ও নুরুল মোস্তফা ভুলু।
এদিকে স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিক বলেন মহিলাটি স্থানীয় জাহাজপুরা এলাকার মৃত: মোহাম্মদ হোসেনের মেয়ে, স্বামী মৃত আবুল কাশেম।
অন্যদিকে তার ছোট ভাই সৈয়দ আমিন ও নুরুল মোস্তফা ভুলু গনমাধ্যম কর্মীদের বলেন, গতকাল ভোরে তার ছেলে মোঃ রুবেলকে নৌকায় পাঠাতে ভাত রান্না করে দিতে উঠেন, পরে তাকে নৌকায় পাঠিয়ে নিত্যদিনের মত কাজের উদ্দেশ্যে বের হয়, পরে সন্ধ্যা ঘনিয়ে রাত আসলে তার পরিবারের ছোট ভাই সৈয়দ আমিন ও নুরুল মোস্তফা সহ বেশ কয়েকজন লোক তাকে খুঁজতে খুঁজতে পাহাড়ের কিনারায় গেলে পরিত্যক্ত মৃত অবস্থায় দেখতে পায় স্বজনরা।
পরে টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ কে বিষয়টি নিশ্চিত করে জানালে পুলিশ লাশটি উদ্ধার করার জন্য সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিষয়ে শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন লাশটি স্বাভাবিক মৃত মনে হচ্ছে না শরীরের বিভিন্ন স্থানে চামড়ার উপর ক্ষত চিহ্ন ও গলার ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তবে সঠিক এখন ও বলা যাচ্ছে না কিসের কারণে মৃত হলো পরবর্তী কার্যক্রম শেষে জানতে পারল জানাবো।
Leave a Reply