কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১ মেয়র প্রার্থী সহ ১৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে।
বৃহস্পতিবার (২৬মে)
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান, সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর বৃষ্টি আক্তার ,নাসরীন সুলতানা এছাড়াও দশজন সাধারণ কাউন্সিলর তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
বিকেল সাড়ে ৫ টায় রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শাহেদুন্নবী চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন আগামীকাল শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ১৪৭ প্রার্থীর মাঝে মনোনয়ন বিতরণ করা হবে।
উল্লেখ্য, আগামী ১৭ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০৫ কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬০০ ও নারী ১ লাখ ১৬ হাজার ১৯১ জন।
Leave a Reply