আজ ২৫শে মে (বুধবার) সন্ধায় কাশিনাথপুর বাজার এলাকায় এ অভিযান চালিয়ে নাহার ব্রেড এন্ড ফ্যাক্টরি কে ২৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুডস এন্ড ফ্যাক্টরি কে ৫০ হাজার টাকা সর্ব মোট ৭৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বেড়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলীর সহযোগিতায় অভিযাটি পরিচালনা করেন বেড়া উপজেলা প্রসাশনের সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না। এসময় নাহার ও ভাই ভাই”নামক ২ টি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে BSTI এর লাইসেন্সের শর্ত না মেনে খাদ্য উৎপাদন, ২টি পণ্যের লাইসেন্স নিয়ে একাধিক পন্য উতপাদন, উৎপাদন ও মেয়াদউত্তীর্ন তারিখ না দেয়া, পন্য মোড়কজাত করণের শর্ত না মানা, খাবারে রঙ মেশানোসহ খাবারে ক্যামিক্যাল ব্যাবহার করে পন্য উৎপাদন করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে (৭৫ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাদের উৎপাদিত ক্ষতিকর বিস্কুট, পাউরুটি ও অন্যান্য খাদ্য সামগ্রী জনসম্মুক্ষে ধংস করা হয় এবং তাকে BSTI লাইসেন্স এর শর্ত মেনে পন্য উৎপাদন ও মোড়কজাত করনের জন্য পরামর্শ প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বললেন বেড়া উপজেলা প্রকাশনের সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না।
Leave a Reply