মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে মিথ্যা চাদাবাজির মামলা করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে শুক্রবার বিকাল ৫টায় বাঘড়া ইউপি চেয়ারম্যান বাড়ির পাশে রাস্তার পাশে মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন নারী-পুরুষ, বৃদ্ধসহ প্রায় শতাধিক গ্রামবাসী অংশ গ্রহন করেন। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিগণ মামলার বাদি হোসনে আরা বেগমের করা মিথ্যা চাঁদাবাজীর মামলা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, হোসনে আরা বেগম অত্যাচারী, মিথ্যা মামলা বাজ একজন মহিলা ইতোপূর্বেও এলাকার অসংখ্য নিরীহ লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেল-জুলুম খাটিয়েছেন। মূলত ২০ শতক জমি নিয়ে দেওয়ানী মামলা চলমান থাকলেও, বিবাদী মিজানুর রহমান খা সহ ৫ জনের বিরুদ্ধে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৩ চাদাবাজির মামলা দায়ের করেন যার মামলা নং-৬৪/২০২২।
এ ব্যপারে মানববন্ধন আসা বক্তারা বলেন, মিথ্যা চাঁদাবাজি মামলার আগামী মিজানুর খা, লিয়াকত খা, বাঘড়া বাজারের স্থায়ী দোকানদার মিজানুরের মুদি দোকান লিয়াকতের চালের দোকান।
আহম্মদ খা এবং ছালন খা উনাদের বয়স প্রায় ৮০ বছর মামলার বাদী হোসনে আরা স্বামী ধলু হাওলাদার ইহা যে মিথ্যা মামলা ইহাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। বাদী হোসনে আরার পরিবারের বাহিরের বানানো শাক্ষী, শহিদ মেম্বার, রাজা খা, এবং কে, রহমান বাঘড়ার চেয়ারম্যানের নিকট স্পষ্ট স্বীকার করেন উনারা এই মিথ্যা মামলা সমন্ধে কিছুই জানেন না।
Leave a Reply