মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার প্রায় ২ হাজার শিক্ষার্থী নিয়ে বিজ্ঞানের এক ব্যতিক্রমধর্মী মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক ডাঃ মুহাম্মদ জাফর ইকবাল।
বর্তমান প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তোলা ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিজ্ঞান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
‘এসো বিজ্ঞান শিখি, প্রযুক্তি নির্ভর দেশ গড়ি’ শীর্ষক অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল মানুষের জীবন গঠনে ও দেশকে আত্মনির্ভরশীল করতে বিজ্ঞান চর্চার বিকল্প নাই বলেছেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।
বৃহস্পতিবার (২৬ মে) লৌহজং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে লৌহজং উপজেলা প্রশাসন আয়োজিত ও আর্থ সামাজিক গবেষনাধর্মী প্রতিষ্ঠান অবারিত বাংলার সহায়তায় অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সকলে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, তবে সকলকে বিজ্ঞান মনস্ক হওয়া জরুরি। যারা বিজ্ঞান নিয়ে পড়তে চাও তারা প্রথমে বিজ্ঞানের প্রতি নিজেদের মধ্যে আগ্রহ তৈরি করো। একই সাথে মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে ইন্টারনেটের যথাযথ ব্যবহারের প্রতিও তিনি জোর দেন।
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পঞ্চম হতে অষ্টম শ্রেনীর প্রায় ২০০০ হাজার ছাত্র -ছাত্রীদের বিজ্ঞানমনস্কতা সৃষ্টি ও বিজ্ঞান পড়তে আগ্রহী করার জন্য ‘এসো বিজ্ঞান শিখি, প্রযুক্তি নির্ভর দেশ গড়ি’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে উপস্থিত ছাত্র-ছাত্রীরা প্রশ্ন উত্তর পর্বে সরাসরি বিজ্ঞান বিষয়ক নানা প্রশ্ন করেন, এসয়ম তিনি আনন্দচিত্তে তাদের প্রশ্নের উত্তর দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইয়াসমিন হক, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আনোয়ার হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা আরো বলেন, সরকার দেশে ১৭টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। দেশের অর্থনৈতিক চাকা ঘোরানো সহ দেশকে প্রতিযোগিতামূলক বাজারে দাঁড়াতে হলে বিজ্ঞান পাঠ এখন অপরিহার্য।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করে দুই হাজার ছাত্র-ছাত্রীদের মধ্যে ড. জাফর ইকবাল রচিত বিজ্ঞানের বই বিতরণ করা হয়।
পরে অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অবারিত বাংলার সহ-সভাপতি অলক কুমার মিত্র ও সম্পাদক খান নজরুল ইসলাম হান্নানের উদ্যোগে অবারিত বাংলার নতুন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন ও সেলাই প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন।
দেশের আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক ও প্রযুক্তি নির্ভর করে গঠনের লক্ষেই এই আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন ও অবারিত বাংলার কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply