আজ ৩১শে মে (মঙ্গলবার) বিকেলে কাশিনাথপুর বাজার এলাকায় এ অভিযান চালিয়ে পদ্মা হাসপাতাল কে ২০ হাজার টাকা এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার কে ৫০হাজার টাকা সর্ব মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বেড়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযাটি পরিচালনা করেন বেড়া উপজেলা প্রসাশনের সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না। এসময় কাশিনাথপুর বাজার এলাকার পদ্মা হাসপাতাল ও মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সের মেয়াদ মেয়াদউত্তীর্ন হওয়ার অপরাধে (৭০হাজার) টাকা জরিমানা করা হয়। অবিলম্বে লাইসেন্সরের মেয়াদ বাড়ানোর জন্য পরামর্শ প্রদান করা হয়।
জনস্বার্থে হাসপাতাল গুলোতে এ অভিযান অব্যাহত থাকবে বললেন বেড়া উপজেলা প্রকাশনের সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না।
Leave a Reply