কক্সবাজারের টেকনাফ বাহারছড়া উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নৌকা ঘাটে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি ২০ টি বরফ নষ্ট করে দিয়েছে বিসিজি স্টেশন কমান্ডার ও মৎস্য অফিসারসহ সঙ্গীয় ফোর্স।
বৃহস্পতিবার(০২ জুন) বিকাল ৪: টা থেকে সন্ধ্যা ৭:টা পর্যন্ত এই অভিযান চলমান ছিল বলে জানিয়েছেন কন্টিনজেন্ট পেটি অফিসার বাহারছড়া।
এদিকে বিসিজি আউটপোস্ট বাহারছড়া কন্টিনজেন্ট পেটি অফিসার এম সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল ৪:টা থেকে সন্ধ্যা ৭:টা পর্যন্ত টেকনাফ কোস্টগার্ডের স্টেশন লে, কমান্ডার তৈয়ুমুর পাশা’সহ উপজেলা মৎস্য অফিসার দেলোয়ার হোসেন এর নেতৃত্বে আউটপোস্ট বাহারছড়ার সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় টেকনাফের বাহারছড়া উপকূলীয় অঞ্চলের শামলাপুর উত্তরের ঘাটসহ বিভিন্ন নৌকা ঘাটে অভিযান পরিচালনা করে, প্রায় ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৩ সাড়ে কোটি টাকা।
এসময় অবৈধ পন্থায় সাগরের মাছ মজুদের বরফ নষ্ট করা হয় ২০ টি, যার মূল্য ৬ হাজার টাকা।
উপজেলা মৎস্য অফিসার দেলোয়ার হোসেন জানান
(গত ২০ মে থেকে ২৩ জুলাই) পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসময় নিবন্ধিত প্রত্যেক জেলেকে ৮৬ কেজি করে ২ ধাপে চাল দেওয়া হবে।
Leave a Reply