ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির শিশু পুত্র আল রাফসান এর হত্যাকারী ও তার সহধর্মিণী দিলজাহান রত্না এর হত্যাপ্রচেষ্টাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবিতে সদরপুর থানার সামনে আজ সকালে এক মানববন্ধন পালিত হয়৷ জানাযায় রাজনৈতিক শত্রুতার জের ধরে গত ১৮ মে বিকালে কয়েকজন ঘাতক চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির বাড়িতে হামলা চালিয়ে তার শিশু পুত্র আল রাফসান কে কুপিয়ে হত্যা করে এবং তার সহধর্মিণী দিলজাহান রত্না কে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করে। হত্যাকান্ড ঘটানোর কয়েক ঘন্টা পরে কয়েকজন আসামির মধ্যে থেকে একজন গ্রেফতার হয়, আরেকজন আসামি আটরশির টিনটি টাওয়ার থেকে লাফ দিয়ে আত্যহতা করে। এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান বাদি হয়ে সদরপুর থানায় কয়েকজন কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Leave a Reply