ভারতে মহানবীকে (সাঃ) নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার সর্বস্তরে তাওহীদি জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। কান্দিরপাড় কোবা মসজিদের খতীব, মাদরাসায়ে আশরাফিয়ার মুহতামিম মুফতী শামছুল ইসলাম জিলানীর সভাপতিত্বে মসজিদে কোবার সেক্রেটারী আলহাজ সাইফুল হকের সমন্বয়ে বিক্ষোভ মিছিল মিছিলের পূর্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাসেমুল উলুম মাদরাসার নাযেবে মুহতামিম মাও আব্দুল কুদ্দুস সাহেব,কওমী মাদরাসা সংগঠন মহানগর সেক্রেটারী মাও মুনীরুল ইসলাম কাসেমী, মাওলানা সাখাওয়াত বিন তাহের, মুফতী আবুল বাশার, কান্দির পাড় মসজিদের ইমাম মাও আমীনুল্লাহসহ অনেকে। উপস্হিত ছিলেন কুমিল্লা জেলা ইমাম সমিতি সভাপতি মাও মিযান, হাঃ আজিজুল হক, মাও সোলাইমান, মুফতী নাঈম,আঃ সালাম শরাফতি, মাও মামুন মুস্তফী, মাও নুরুল হক, মাও মামাুনুর রশীদ, মাও আমানুল্লাহ মুনশী প্রমুখ। মিছিলটি কান্দির পাড় হযে রাজগঞ্জ মোগলটুলী হয়ে পুবালী চত্তরে এসে শেষ হয়।
Leave a Reply