আশেকে আউলিয়া পরিষদ মুন্সিগঞ্জ জেলা ও নূরে মদিনা পরিষদ মুন্সিগঞ্জ জেলা উদ্যোগে ভারতে রাসূল (স)এর সম্পর্কে বিজেপি নেতাদের চরম অবমাননারকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে আটটায় মুন্সীগঞ্জ শহরের ছোট কাটাখালি এলাকায় এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে ভারতে বিজেপি নেতাদের মহানবী(স) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জোরালো প্রডিবাদ করেন৷ এসময় সমাবেশ উপস্থিত জনতা জোরালো বিক্ষোভ প্রদর্শন করেন।
সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন আশেকে আউলিয়া পরিষদ মুন্সিগঞ্জ এর
চেয়ারম্যান এডভোকেট মুজিবুর শেখ, কোঃ চেয়ারম্যান অালহাজ্ব মাওলা হোসাইন আহমেদ আতিকী,
কোঃ চেয়ারম্যান -মফতি বোরহান উদ্দিন হেলালি, কোঃ চেয়ারম্যান মুফতি মইনুল ইসলাম বিক্রমপুরী, কো-চেয়ারম্যান – মাওলানা জাকির হোসাইন সালেহী,
যুগ্ম মহাসচিব মাওলানা শাহাদাত হোসাইন, যুগ্ম মহা সচিব- মাওলানা অাব্দুল হামিদ খান ভাসানী, ইফতা সম্পাদক – মাওলানা অবু সুফিয়ান পাটোয়ারি,ক্যাশিয়ার আলমগীর হোসাইন,
সহঃ ক্যাশিয়ার-আফজাল কাজি,
সাংগঠনিক সচিব- মুহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার, সদস্য বাবুল হোসাইন বাবু সহ আরো অনেকে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল এবং আখেরী মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply