মুন্সীগঞ্জে সাংবাদিক সাকিব আহম্মেদ বাপ্পির ওপর হামলার ঘটনা ঘটেছে৷
জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সন্ত্রাসী হামলা ঘটে বলে জানা যায়।
শুক্রবার দুপুর দুপুর বারোটার দিকে শহরের হাট লক্ষীগঞ্জ এলাকায় সাংবাদিক সাকিবের ওপর হামলার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় হাটলক্ষ্মীগঞ্জ এলাকা আনোয়ার হোসেন ও সুমন নামে দুই সন্ত্রাসী সাকিবের ওপর হামলা চালায় এবং সাকিবকে এলোপাতাড়ি মারধর করে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে সাকিবকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সাকিব আহম্মেদ বাপ্পি জানান, জমি জোর দখল কে কেন্দ্র করে সন্ত্রাসী আনোয়ার হোসেন ও মোল্লারচরের সুমন চাঁদা দাবি করলে তিনি প্রতিবাদ করেন৷ আর এর ফলে তারা সাকিবের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধোর করে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷
এব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ তারিকুজ্জামান খান জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply